কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মাদারীপুর কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে বোমাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে নতুন টরকী ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির পক্ষ থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১১ জানুয়ারি বিএনপির দুই গ্রুপের মধ্যে দেশি অস্ত্রশস্ত্র ও লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারে মুহুর মুহুর বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের দুইটি অভিযোগ কালকিনি থানায় দেওয়া হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এসময় বাজারের সকল দোকান কিছু সময়ের জন্য বন্ধ রেখে প্রতিবাদ জানায়। এবং কমিটির পক্ষ থেকে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়।
নতুন টরকী বাজারের দোকান মালিক মোঃ সোহেল বেপারী বলেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ফজরের নামাজের পরে বিএনপি নেতা জামাল বেপারী বাজারে এসে পুনরায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে নতুন টরকী বাজারের সভাপতি মোঃ দিদারুল ইসলাম টিটু বেপারী বলেন, আমি বিগত ৪০ বছরে রমজানপুর তথা নতুন টরকীতে কোনদিন বোমা বিস্ফোরণের ঘটনা দেখিনি। আমাদের বাজারের দোকানদাররা সবাই আতঙ্কিত। তাই প্রশাসনের নিকট আমাদের দাবি। অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে বোমাবাজ সন্ত্রাসীদের সবাইকে গ্রেফতার করা হয়।
মানববন্ধনে দোকান মালিক সমিতির সদস্য ছাড়াও বক্তব্য রাখেন, রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ স্বপন মোল্লা, বাজারের ব্যবসায়ী মোঃ কাইয়ুম হাওলাদার, মোঃ রকিব বেপারী, মোঃ মঈন রাড়ী, মোঃ সবুজ হোসেন, মোঃ কামরুল ইসলাম সহ আরো অন্যান্যরা।