গাজীপুর প্রতিনিধি
আসকের জরিপ
গাজীপুরে গত বছর ৭৯৪ জন নারী নির্যাতনের শিকার

গাজীপুরে সদ্য বিদায়ী ২০২৪ সালে ৭৯৪ জন নারী যৌন হয়রানি, হত্যা, ধর্ষণ, শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়েছে।
সভায় জানানো হয়, গাজীপুর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অগ্নি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গাজীপুরের ৫টি উপজেলার সিএসও সদস্যদের তথ্যের পরিসংখ্যান তৈরি করেছে। এতে দেখা যায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৭৯৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই গৃহিনী ও ছাত্রী, তাদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। নারীরা বেশি নির্যাতনের শিকার পারিবারিক দন্দ্বে।
নির্যাতনের শিকার নারীদের মধ্যে হত্যা ১৪ জন, লাশ উদ্ধার ১৮ জন, যৌন হয়রানি ২২ জন, যৌতুকের জন্য নির্যাতন ৪০ জন, শারীরিক ও মানসিক নির্যাতন ৩২২ জন, বাল্য বিবাহ ৫৫ জন, ধর্ষণ ১৪ জন, অনলাইনে যৌন হয়রানি ৩১ জন, অপহরণ ১২ জন, অপহরণের চেষ্টা ২ জন ও অন্যান্য ১৩৬ জন রয়েছেন। শহরের মধ্য ছায়াবীথী গাজীপুর আসক কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী আসমা খানম রুবা, আসকের গাজীপুর জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার আনজুম অর্পি, ডাটা কনসালটেন্ট মহসিন আলী প্রমুখ।
প্রকল্প সমন্বয়কারী আসমা খানম রুবা বলেন, ‘শিক্ষাঙ্গনে এবং কর্মস্থলে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে উচ্চআদালতের রায়ের এক যুগ পার হয়ে গেছে। এ রায়ে সুস্পষ্টভাবে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না।’