রাকিবুল ইসলাম, হরিরামপুর (মানিকগঞ্জ)

  ২০ জানুয়ারি, ২০২৫

মানিকগঞ্জের হরিরামপুর

পদ্মায় বরশিতে ধরা ৯ কেজির বোয়াল, ১২ হাজারে বিক্রি 

হরিরামপুর উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে গতকাল ১২ হাজার টাকায় বিক্রি হয় বরশিতে ধরা বোয়াল মাছটি। ছবি : প্রতিদিনের সংবাদ।

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৯ কেজি ওজনের একটি বোয়াল ধরা পরে বাসুদেব হালদারের বরশিতে। গতকাল রবিবার মধ্যরাতে ধরা বোয়াল মাছটি সোমবার (২০ জানুয়ারি) উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে ১২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

পদ্মায় অনেকদিন পর বড় বোয়াল ধরা পরায় ভিড় করেন উৎসুক লোকজন। বাসুদেব বলেন, ‘বরশিতে শিকার করা মাছ হওয়ায় আর মাছের গায়ে বিভিন্ন জায়গায় একটু দাগ থাকায় দাম কম পেয়েছি।’

আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের কয়েকজন জেলে ও আড়তদার জানান, উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসুদেব হালদার প্রতিনিয়ত পদ্মা নদীতে হাজারি বরশি দিয়ে মাছ শিকার করেন। গত রবিবার মধ্যরাতে তার বরশিতে একটি বড় বোয়াল মাছ ধরা পরে। সোমবার সকালে আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে এনে মাছটি ওজন করে ৯ কেজি নিশ্চিত হওয়া যায়। পরে বোয়ালটি ১২ হাজার টাকায় বিক্রি করেন বাসুদেব।

মৎস্য শিকারী বাসুদেব হালদার বলেন, ‘রবিবার মধ্যরাতে পদ্মায় বরশি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল আটকা পড়েছে। আজ (সোমবার) সকালে আড়তে নিয়ে আসি, ১২ হাজার টাকায় মাছটি বিক্রি করি।’

আড়তদার সুবল রাজবংশী প্রতিদিনের সংবাদকে বলেন, ‘চলতি মৌসুমে পদ্মা নদীর বিভিন্ন জায়গায় পানি অনেকটা কমে যায়, তাই আড়তে মাছের পরিমাণও কম। তবে মাঝে মাঝে বড় বড় আইড়, বোয়াল, বাঘাইর মাছ পাওয়া যায়। আজ (সোমবার) ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসুদেব। হাঁকডাকে ১২ হাজার টাকায় বোয়ালটি পার্শ্ববর্তী আড়তার হৃদয় রাজবংশী কিনে নেন।

আড়তদার হৃদয় রাজবংশীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার বন্ধুর জন্য আজ (সোমবার) আমি ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ১২ হাজার টাকায় কিনেছি। তবে বরশির মাছে হালকা দাগ ছিল, তাই মাছটি কিছুটা কম দামে কিনতে পেরেছি। হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘পদ্মার হরিরামপুর অংশে মাঝেমধ্যেই বড় বড় মাছ ধরা পরে। রবিবার রাতে সেখানে বড় একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,বরশিতে,ধরা পরে,৯ কেজি ওজনের বোয়াল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close