খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে অবৈধ ১৬ ইট ভাটা বন্ধ

খাগড়াছড়িতে অবৈধ ভাবে পরিচালনা করা ১৬ টি ইট ভাটা বন্ধ করেছে প্রশাসন। পাশাপাশি জরিমানার আওতায় আনা হয়েছে বেশ কিছু ইট ভাটা।
সোমবার (২০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা, মাটিরাঙা, রামগড়, দীঘিনালায় অভিযান করেন স্বস্ব উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এ অভিযানের নেতৃত্ব দেন।
দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ভাটা পরিচালনার জন্য অনুমোদন না থাকায় জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক উপজেলার দুইটি ইট ভাটা বন্ধ করা হয়েছে।
এ সময় কর্ণফুলী ব্রিক্স‘কে ১ লাখ ও ফোর বি ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে জরিমানা শেষে ফায়ার সার্ভিস, বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়।
রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন জানান, দীর্ঘদিন বৈধ কাগজপত্র ছাড়া ভাটাগুলোর কার্যক্রম চলছিলো। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় উপজেলার আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকসের প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং কয়েকমত জ্বালানী কাঠ জব্দ সহ টিনের চিমনিসমূহ ঘটনাস্থলেই ভূপাতিত করা।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদরে ৪ টি, রামগড়ে ৫ টি, দীঘিনালায় ২ টি, মাটিরাঙা ৫ টিসহ মোট ১৬ টি অবৈধ ভাটা বন্ধ করা হয়। এসময় ভাটা গুলোতে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা অর্থদন্ড করা হয়।
এদিকে অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুলি¬র নিভিয়ে দেওয়া হয়।
এর আগে সদ্য বিদায়ী বছরের ২৩ ডিসেম্বর খাগড়াছড়ির ১৫টি ভাটায় মোবাইল কোর্ট চালিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা। পরে ইটভাটা মালিকেরা এসব ভাটা আবার চালু করলে সোমবারের অভিযানে তা বন্ধ করা হয়।