লামা (বান্দরবান) প্রতিনিধি
আলীকদমে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বান্দরবানের আলীকদমে সড়ক দূর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী প্রান হারিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বালু ভর্তি একটি ট্রাক-চট্টগ্রাম ল-৭২ বিপরীত দিক থেকে তিনজন আরোহীসহ আসা মোটর সাইকেল কক্সবাজার ল- ১১-২৩৮৮ সংঘর্ষে ঘটনা স্থলে তিন মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। আলীকদম লামা সড়কের তারাবুনিয়া চারাবটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো; বেলাল উদ্দিন (৩৫) পিং- মাশুক আহাম্মদ, সৈয়দ আকবর (৩৪) পিং অজ্ঞাত ও মোঃ মিনহাজ পিতা- মোঃ মিন্টু। এরা সবাই আলীকদম বাজারপাড়ার বাসিন্দা। উল্লেখ্য, বিংশ শতাব্দির আশির দশকে নির্মিত ৪৪ কি:মিটার লামা-আলীকদম চকোরিয়া সড়কটিতে এখন মৃত্যুঝুঁ বেড়ে চলছে। পাহাড়ের বুকছিড়ে তৈরি এই সড়কের বিভিন্ন বাঁক সংকোচিত হওয়ার দুর্ঘটনা ঘটছে।
১৮ ফুট প্রশস্ত সড়কে প্রতিদিন শত শত পর্যটকবাহী মোটর সাইকেল, চাঁদের গাড়ি, সামরিক, আধা সামরিক, বেসামরিক ও যাত্রীবাহী, ভাইভেট কার, মাইক্রো ও নির্মাণ সরঞ্জাম নিয়ে বড় বড় ট্রাক, লরি যাওয়া আসা করে। এছাড়াও নির্মানাধীন সীমান্ত সড়কের নির্মাণ সরঞ্জাম নিয়ে ধারণ ক্ষমতার অধিক লোড নিয়ে পরিবহন হচ্ছে।
ফলে দিনদিন সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত এই সড়কটি সংস্কার, প্রশস্ত ও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো কয়েকগুন চওড়া করার অপরিহার্য হয়ে উঠেছে। আলীকদম থানা পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘাতক ট্রাকটি আটক করেছে থানা পুলিশ।