সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

“দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে এবং তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ৯ টি উপজেলা অংশগ্রহণে এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহিদ এ.কে. শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৪ এর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কামরুল ইসলাম।
প্রধান অতিথি কামরুল ইসলাম বলেন, প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খেলার সুযোগ করে দিয়েছে। তাই বিভিন্ন খেলাধূলা টুর্নামেন্ট অব্যাহত রাখতে হবে। আমাদের শিশু-কিশোর ও যুব সমাজ অত্যন্ত মেধাবী এবং আমরা এই মেধা বিকাশের সুযোগই করে দিতে চাই। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতি থেকে তাদের দূরে রেখে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এ খেলায় বালক ও বালিকা দের অংশগ্রহণে খেলাধুলার মাধ্যমে ব্যক্তি জীবন গঠন করার সুযোগ রয়েছে। খেলাধুলার মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। এই ফুটবল খেলার মাধ্যমে খেলোয়াড়দের শরীরের বিভিন্ন দিক ভালো থাকে। যারা খেলাধূলা করে সে সকল শিশুড়া সব সময় ভালো থাকে। খেলাধুলা কোন বিকল্প নেই। আমি যারা এ খেলায় অংশগ্রহণ করেছে তাদোরকে আমি আমার অন্তরস্থল থেকে ভালো বাসা জানাচ্ছি। আগামী বাংলাদেশ গঠনে তোমরা আরো এগিয়ে যাও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী, শাহজাদপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সুজাব আলী। এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক খ. ম. রকিবুল হাসান রতন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা সহ বিভিন্ন উপজেলার স্কুলসমূহের শিক্ষকবৃন্দ।
খেলায় বালিকা দল, কামারখন্দ বালুকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে শাহজাদপুর সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়লাভ করে। বালক দল, বেলকুচি ধুকুরিয়াবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাজিপুর কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্রাইবেকারে ৫-৪ গোলে জয়লাভ করে।
পিডিএস/এমএইউ