বাকৃবি প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২৫

স্নাতক শিক্ষার্থীদের জন্য বাকৃবি ছাত্রশিবিরের শিক্ষাবৃত্তি ঘোষণা

ছবি: প্রতিদিনের সংবাদ।

সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত স্নাতক শিক্ষার্থীদের জন্য 'শিক্ষাবৃত্তি ২০২৫' ঘোষণা করেছে শাখা ছাত্রশিবির।

বুধবার (১৫ জানুয়ারি) শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেইজে ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে এ শিক্ষাবৃত্তির ঘোষণা দেয়া হয়।

ঘোষণাপত্রে বলা হয়েছে, “বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪র্থ দফা ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ এর অন্তর্ভুক্ত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত (স্নাতক) শিক্ষার্থীদের ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ এর জন্য রেজিস্ট্রেশনের আহ্বান করা হচ্ছে।”

আবেদনের নিয়মাবলি ও শর্তের মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (স্নাতক) শিক্ষার্থী হতে হবে, অন্য কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন, মেধাবী ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন এর জন্য সিজিপিএ নূন্যতম ৩.২৫ হতে হবে, অপেক্ষাকৃত অসচ্ছল ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন এর জন্য পিতামাতার বাৎসরিক আয় ২,৪০,০০০/- এর কম হতে হবে, অসত্য তথ্যের সন্নিবেশ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, নবাগত শিক্ষার্থীরা সিজিপিএ এর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

উপরিউক্ত শর্ত পূরণ ও নিয়মাবলি মেনে আবেদন করলে প্রতি সেমিস্টার হিসেবে ১.৫ বছর পর্যন্ত প্রত্যেক মেধাবী শিক্ষার্থী পাবেন ২৫০০ টাকার শিক্ষাবৃত্তি।

রেজিস্ট্রেশনের শেষ সময় ৩১ জানুয়ারি থেকে পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীরা নিচের লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন:

রেজিস্ট্রেশনের লিঙ্ক:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdiCOQe9_2KsM47CuNvpIV4svO86McN7sXpT-qKrbYBQ1ptgw/viewform?pli=1

শিক্ষাবৃত্তি সম্পর্কে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাসির ত্বোহা বলেন, “বাকৃবি হলো মেধাবীদের আঁতুড় ঘর। এই শিক্ষাবৃত্তি কার্যক্রম দেশের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র একটি প্রয়াস মাত্র। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমাদের এমন ইতিবাচক কাজের ধারা সর্বদা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাকৃবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close