সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২৫

সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে "তারুণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সিংগাইর পৌরসভার আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে পৌর সার্ভিস এসোসিয়েশন সিংগাইর পৌরসভা সভাপতি মো.সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক) মো.আমিনুর রহমান, জান্নাতুল নাঈম ও আহসানুল হক উদয় প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা বেগম ইরানি আক্তার, সহকারী প্রকৌশলী মো.নজরুল ইসলাম, সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আরিফুর রহমানসহ পৌর প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন উচ্চ মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি পৌর প্রশাসক মো.কামরুল হাসান সোহাগের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

উল্লেখ্য, তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় পৌর এলাকার ৪টি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (যমুনা গ্রুপ) ১ম স্থান অধিকার করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close