সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক সিরাজগঞ্জ জেলা পর্যায়ে ৯ টি উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ১৮০ জন ইমামদেরকে নিয়ে ইমাম সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদেরকে সম্মানিত করেছেন। ইমামদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা হলেন সমাজের দর্পন। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখব। দেশে ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এ বিষয় ধর্মীয় ও সামাজিক নেতা হিসেবে ইমাম ও খতিবদের সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ফিল্ড সুপারভাইজার মহিউদ্দিন খান, ইসলামিক ফাউণ্ডেশন ও মডেল মসজিদে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম হাফেজ মাওঃ তরিকুল ইসলাম প্রমুখ।
পিডিএস/এমএইউ