সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে এনডিপি’র স্মার্ট-তাঁত উপ-প্রকল্পের অবহিতকরণ সভা

এনডিপি’র স্মার্ট-তাঁত উপ-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়্যান্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় ও এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। এছাড়াও সভায় বিসিক এর ভারপ্রাপ্ত সহ. মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর তাঁত বোর্ড এর লিয়াঁজো অফিসার অমিত সরকার, স্থানীয় বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, স্থানীয় তাঁত উদ্যোক্তা, স্মার্ট-তাঁত প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ওয়ার্ল্ড ব্যাংক কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন স্মার্ট প্রকল্পের উপ-প্রকল্প তাঁত উদ্যোগটি এনডিপি’র মাধ্যমে বাস্তবায়ন ও আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য। এছাড়াও সকলের ঐকান্তিক কর্ম প্রচেষ্ঠায় এনডিপি স্মার্ট-তাঁত প্রকল্প সফল হবে তথা কর্ম এলাকার তাঁত উদ্যোক্তাদের জীবন-মানের উন্নয়ন সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্প উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি পরিবেশবান্ধব উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নিমিত্তে দিক নির্দেশনা প্রদান করেন। স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে তিনি আশ্বস্ত করেন।
পিডিএস/এমএইউ