ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে কারখানার বয়লার বিস্ফোরণে নিহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি কাঠ রিফাইন কারখানার মিনি বয়লার বিস্ফোরণে ২জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে আহত ১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রের্ফাড করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন হোসেন ও একই গ্রামের শ্রীরাম মল্লিকের ছেলে রাম বিশ্বাস।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কারখানার বয়লারের সিলিন্ডারের ভেতর কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিলো। হঠাৎ সেটির বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক মিল্টন হোসেন ও রাম বিশ্বাস ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আহত হয় আরও ২ জন। তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।