সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৫

কাজিপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের কাজিপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান, নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার কাজিপুর উপজেরা পরিষদে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।

এবারের মেলার প্রতিপাদ্য হলো ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়।’ দুইদিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হেদায়েতুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমুখ।

মেলায় উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট ১৯টি স্টল অংশ নিয়েছে। প্রতিটি স্টলেই শিক্ষার্থীরা নতুন নতুন প্রকল্প উপস্থাপন করে দেখাচ্ছেন মেলায় আগত দর্শনার্থীদের।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেলা,বিজ্ঞান মেলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close