গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ

  ১৩ জানুয়ারি, ২০২৫

গ্রাম-বাংলায় কাক আজ হারিয়ে যেতে বসেছে

ফাইল ছবি

অতীতে গ্রাম-বাংলায় ভোরের আলো ফুটতে না ফুটতেই কাকদের কা কা ডাকে লোকালয় মুখর হয়ে উঠত। ঘুম থেকে জেগে উঠত আবাল-বৃদ্ধ-বণিতা। যোগ দিত যার যার কাজে। সময়ের আবর্তে সিরাজগঞ্জ থেকে গ্রাম-বাংলায় ডাস্টবিন নামে খ্যাত কাক আজ হারিয়ে যেতে বসেছে।

জানা যায়, পৃথিবীতে ৪০ প্রকৃতির কাক থাকলেও সিরাজগঞ্জে সাধারণত দুই প্রকার দুই প্রকারের কাক বেশি দেখা যেত। দাড় কাক আকারে বড়, আর পাতি কাক বেশ ছোট হয়। কাককে পাখি জগতের সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি বলে মনে করা হয়। কাকের বুদ্ধির প্রমাণ কলসের মধ্যে পাথর ফেলে পানি ঠোঁটের নাগালে আনার একটি গল্পে বেশ প্রচলিত। কাকে কাছ থেকে মানুষ অনেক উপকার পায়। এরা হাঁস-মুরগির ছানা, পোকামাকড়, ফলমূল, বড় বড় ফুলের মধু, ফসলের বীজ, পাখির ডিম, সাপ, ব্যাঙ ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। তাছাড়া মরা ইদুর, মরা বিড়াল, পঁচা-বাসী খাবার নিয়মিত খেয়ে পরিষ্কার করে। কারণ এগুলোই তাদের প্রধান খাবার। আর এসব খেয়ে হজম করতে কোনো বেগ পেতে হয় না। নোংরা জিনিস খেলেও শরীর নোংরা রাখে না। নিয়মিত গোসল করে। কাকদের ডাস্টবিনও বলে থাকে কেউ কেউ।

কাকেরা নির্জন কোন গাছ ঠিক করে রাখে রাত কাটানোর জন্য আর সন্ধ্যা হলেই ঐ গাছের ডালে গিয়ে বসে। এরা শীতের রাতে এবং প্রবল বৃষ্টিতেও গাছের ডালে বসে থাকে। এরা বাসা তৈরি করে প্লাস্টিক, ফিতা, রশি, কাপড়ের টুকরা, উল, তুলা, লোহার তার, পলিথিন অর্থাৎ রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত প্রায় সব কিছু দিয়েই অগোছালো ভাবে।।পাখির মধ্যে ফেইচকা, পেচা, চড়ুই, চিল সবাই চেষ্টা করে কাকের ডিম নষ্ট করার জন্য। কিন্তু কাকের কড়া পাহারায় কারোর সাধ্য থাকে না ডিম ও বাচ্চার কোন ক্ষতি করার। আবার কোনো দুর্ঘটনায় যদি কাকের ছোটো বাচ্চা বাসা থেকে নিচে পরে যায়, তখনো কাকেরা দলগতো ভাবেই কাকা শব্দে এলাকা মাতিয়ে তোলে।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম আনোয়ারুল হক বলেন, বর্তমানে দক্ষিণ আমেরিকা ব্যতীত উষ্ণমন্ডলীয় সব মহাদেশ এবং বেশ কিছু দ্বীপ অঞ্চলে কাকের বিস্তার রয়েছে। কাক পরিবেশ রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখে। বেশির ভাগ প্রজাতির কাকের আয়ুষ্কাল ১০-১৫ বছর। এরা পরিবেশের বড় ধরনের ভূমিকা পালন করে থাকে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাক,সিরাজগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close