শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৫

শৈলকুপায় উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন 

ছবি : প্রতিদিনের সংবাদ।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শাখার ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মিঞা জিন্নাহ আলম কলেজের সাবেক সহকারী অধ্যাপক গৌতম বসু।

এ সময় কবি ননী গোপাল বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য কে এম শরীফুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন বাগচী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায়, শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা জামান, উদীচী জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল, কবি মনোয়ার হোসেন মণি, কবি রণক মুহম্মদ রফিক, শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সভাপতি খোন্দকার ফারুক আহমেদ, লালন পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা শহরে অবস্থিত উত্তরণ প্রি-ক্যাডেট স্কুলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সাংবাদিক আলমগীর অরণ্যকে সভাপতি এবং কবি বায়েজিদ চাষাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শৈলকুপা শাখা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি কবি ননীগোপাল বিশ্বাস, কবি সরোয়ার সবুজ, সহ সাধারণ সম্পাদক সুজনুজ্জামান সুজন, কোষাধ্যক্ষ উৎপল রায়, সম্পাদক আব্দুল ওয়াদুদ কোরেশী, অনুপম কুমার বিশ্বাস, লক্ষ্মণ চন্দ্র কুণ্ডু, নয়ন মিত্র ও উত্তম কুমার বিশ্বাস। এছাড়া লোকমান হোসেন, কেরামত আলী, সঞ্জয় বিশ্বাস, আবু আরিফ রেজা, জহুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, প্রতিভা ও শৈলীকে সদস্য নির্বাচিত করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,দ্বি-বার্ষিক সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close