সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৫

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম আজম, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাম আজম (৭৩) বৃহস্পতিবার সকাল ১০ টায় বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি......... রাজিউন)। বৃহস্পতিবার বাদ মাগরিব বাহিরগোলা জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম আজম পৌরসভার বাহিরগোলা মহল্লার মৃত আজিজুল হকের ছেলে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক গাজী ফজলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, গাজী শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বীর মুক্তি সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মরহুমের স্বজন এবং স্থানীয় জনগণের একাংশ।

মৃত্যুকালে তিনি ২ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বীর মুক্তিযোদ্ধা,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close