চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনকে কেন্দ্র করে গত কয়েদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি নিরসন করতে বিজিবির আহ্বানে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়ন অধিনায়ক ও বিকেলে সেক্টর কর্মান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়। বর্তমানে ভারতীয় অংশে বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছেন। চৌকা সীমান্তের সব শেষ পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাস আগে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি জায়গায় একটি কাঁচা রাস্তা নির্মাণ করে বিএসএফ। সেই রাস্তা ঘেঁষে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কোন ধরনের আলোচনা ছাড়ায় গত রবিবার সন্ধ্যায় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদুলপুর এলাকায় স্থানীয় বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া স্থাপনের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করে। সেদিনই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। রাত হয়ে যাওয়ায় সেদিন আর কোন কাজ করেননি তারা।
সোমবার সকালে ফের কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ সদস্যরা। বিজিবির পক্ষের বাধা কর্ণপাত না করায় সেদিনই বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয়। তবে, কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকালে বিএসএফের পক্ষ থেকে আবার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি।
গত সোমবার বিজিবি-বিএসএফের শক্ত অবস্থান আর মঙ্গলবার দুই দেশের নাগরিকদের সীমান্তের কাছে এসে পাল্টাপাল্টি স্লোগানে সীমান্তজুড়ে আরও উত্তাপ ছড়ায়। ফলে গত দুই দিন সীমান্তের কাছের আবাদি জমিতে কৃষকরা কাজ বন্ধ রেখেছিলেন। তবে বুধবার (৮ জানুয়ারি) সকালে চৌকা সীমান্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আগের পরিস্থিতি উন্নতি হওয়ায় আতঙ্ক কাটিয়ে কৃষকদের মাঠে কাজ করতে দেখা গেছে।
আব্দুর রাজ্জাক নামের এক কৃষক বলেন, গত দুদিন মাঠে কাজ বন্ধ রেখেছিলাম। তবে, আজ থেকে কাজ শুরু করেছি। অনেকেই আবাদি জমিতে সেচ দেওয়ার পাশাপাশি কৃষি কাজ করছেন। তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে আতঙ্ক কমেছে।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, সীমান্তের কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ করলে আবাদি জমিগুলোয় চাষবাষে সমস্যা হবে। তখন বিএসএফের সদস্যরা আমাদের কাজ করতে দেবে না। এই সমস্যার কারণে আমরা প্রতিবাদ করতে সীমান্তের কাছে জড়ো হয়েছি।
বুধবার দুুপুরের ব্যটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে রাজি হয়েছে বিএসএফ। এ বৈঠকে উপস্থিত ছিলেন ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরুজ সিংসহ অন্যরা।
এর আগে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।