চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর 

কৃষক সালাউদ্দিনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন 

ছবি: প্রতিদিনের সংবাদ।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামে দরিদ্র কৃষক সালাউদ্দিনকে কুপিয়ে জখম করাসহ তাকে হত্যা চেষ্ঠা, ও নিরীহ গ্রামবাসীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার সময় জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামবাসীর আয়োজনে নিধিকুন্ডু গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রামের শতাধীক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় আহত সালাউদ্দিনের স্বজন ও গ্রামবাসী অভিযুক্ত কায়েমের সঠিক বিচার ও সেলিনার দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদসহ সুষ্ঠু তদন্তের দাবী জানান।

এ সময় বক্তারা বলেন, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুন্ডু গ্রামে নারী কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে ২ দিন আগের রাতে সালাউদ্দিন নামের এক কৃষককে হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন একই গ্রামের আওয়ামীলীগ নেতা কায়েম। সে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় আহত সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে পরদিন জীবননগর থানায় একটি হত্যা চেষ্টার দায়ে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ মুল হোতা কায়েমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।

অপরদিকে কায়েম তার লোকজন দিয়ে তার বাড়ি লুটপাট, আগুন দেয়া ও বাড়ি থেকে জোরপুর্বক গরু নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ তুলে এলাকার বেশ কিছু নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চুয়াডাঙ্গার জীবননগর,হত্যা চেষ্ঠা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close