চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর
কৃষক সালাউদ্দিনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামে দরিদ্র কৃষক সালাউদ্দিনকে কুপিয়ে জখম করাসহ তাকে হত্যা চেষ্ঠা, ও নিরীহ গ্রামবাসীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার সময় জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামবাসীর আয়োজনে নিধিকুন্ডু গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গ্রামের শতাধীক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় আহত সালাউদ্দিনের স্বজন ও গ্রামবাসী অভিযুক্ত কায়েমের সঠিক বিচার ও সেলিনার দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদসহ সুষ্ঠু তদন্তের দাবী জানান।
এ সময় বক্তারা বলেন, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুন্ডু গ্রামে নারী কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে ২ দিন আগের রাতে সালাউদ্দিন নামের এক কৃষককে হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন একই গ্রামের আওয়ামীলীগ নেতা কায়েম। সে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় আহত সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে পরদিন জীবননগর থানায় একটি হত্যা চেষ্টার দায়ে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ মুল হোতা কায়েমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।
অপরদিকে কায়েম তার লোকজন দিয়ে তার বাড়ি লুটপাট, আগুন দেয়া ও বাড়ি থেকে জোরপুর্বক গরু নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ তুলে এলাকার বেশ কিছু নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।