বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৫

জেল হাজতে প্রেরণ 

বাঁশখালীতে যুবলীগ নেতার জামিন না মঞ্জুর

ছবি: প্রতিদিনের সংবাদ।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আব্দুস ছবুর নামে এক যুবলীগ নেতাকে সি.আর মামলায় আদালতে আত্মসমর্পন করতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

গত সোমবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল আবচার।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার ও জায়গা জমির বিরোধ নিয়ে পশ্চিম চাম্বল ১ নং ওয়ার্ডের মৃত নুরুল কবির এর পুত্র আব্দুল গফুর বাবুল বাদী হয়ে ৫ জনকে এজাহার নামীয় আসামী করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি. আর ৪৬৯/২৫ মামলা দায়ের করে।

মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গত কয়েক মাস আগেও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পেকুয়া উপজেলার টেইটং এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব ১৫। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাসহ আওয়ামী যুবলীগের রাজনিতীর সাথে সরাসরি জড়িত বলে জানা যায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রামের বাঁশখালী,যুবলীগ নেতা,আত্মসমর্পন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close