ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া ছাত্র শিবির

সভাপতি হাসান, সেক্রেটারি জুলফিকার

ছবি : প্রতিদিনের সংবাদ।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হিসেবে মো. হাসান মাহমুদ ও মো. জুলফিকার হায়দার রাফি সেক্রেটারি নির্বাচিত হয়েছে।

গতকাল সোমবার সকালে পৌর এলাকার ভাদুঘরের আলহেরা কমপ্লেক্সে এক বৈঠকে ভোটের মাধ্যমে নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

নির্বাচন উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য উসামা রায়হান। বিশেষ অতিথি ছিলেন কার্যকরী সদস্য মো. নোমান হোসেন নয়ন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রোকন উদ্দিন, মোকবুল হোসেন ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।

জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করা হয়। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি হাসান মাহমুদ বলেন, ‘জেলা কমিটির এই দায়িত্ব আমাদের জন্য একটি সম্মানের বিষয়। আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে ইসলামী মূল্যবোধ ও ছাত্রসমাজের উন্নয়নে কাজ করে যাব।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,ছাত্র শিবির
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close