বাকৃবি প্রতিনিধি
পিএইচডি ডিগ্রি পেলেন বাকৃবির ৪৯ শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৩২৭তম সিন্ডিকেট সভায় ৪৯ শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রথম ধাপে, গত বছরের ২৬ মে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ১৮৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জন শিক্ষার্থীকে সিন্ডিকেটের অনুমোদনক্রমে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে, ২৮ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ১৮৫তম সভার সিদ্ধান্ত অনুসারে ১৮ জন শিক্ষার্থীকে সিন্ডিকেটের অনুমোদনের পর পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে।
প্রথম ধাপে পিএইচডি মেডিসিন ডিগ্রি প্রাপ্তরা হলেন মেডিসিন বিভাগের মোঃ ইয়ামিন আলী, ফার্মাকোলজি বিভাগের মোহাম্মদ আব্দুস সাত্তার ভূঁইয়া, ফার্মাকোলজি বিভাগের আমিনাতু আবুবকর সানি, কৃষিতত্ত্ব বিভাগের এ.কে.এম. রাশাদুল ইসলাম, কৃষিতত্ত্ব বিভাগের তানিয়া সারমিন, কৃষিতত্ত্ব বিভাগের চন্দন কুমার মহাপাত্র, কৃষিতত্ত্ব বিভাগের নারগিস পারভীন, কীটতত্ত্ব বিভাগের মোঃ নুরায় আলম সিদ্দিকী, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের মোঃ আরিফুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের এ.কে.এম. সাজ্জাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের মোহাম্মদ লিয়াকত হোসেন খান, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের শিফাত সুলতানা, পরিবেশ বিজ্ঞান বিভাগের মোসাম্মৎ আমেনা খাতুন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের মোসাম্মৎ ফারহানা আফরোজ, পশু পুষ্টি বিভাগের মোঃ আশাদুল আলম, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের মোঃ হুমায়ুন কবির, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের দেব কুমার নাথ, কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের নূর মোহাম্মদ, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের মোহাম্মদ ফেরদৌস সিদ্দিকী, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের মোসাম্মৎ শামীমা ইয়াসমিন, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের ফাতিমা মুহাম্মদ বিল্লাহ, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের মোহাম্মদ আসির উদ্দিন, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের মোহাম্মদ মুকলেসুর রহমান, কৃষিতত্ত্ব বিভাগের উম্মে কুলসুম লায়লী, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুক্তারিমা জান্নাত, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের মুহাম্মদ আশরাফুল হাবিব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের মোঃ নূর আলম সিদ্দিক, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের মোঃ আলতাফ হোসেন, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের সাদিয়া সালাম, কৃষি অর্থনীতি বিভাগের বিলকিস বানু।
দ্বিতীয় ধাপে পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের মোস্তফা কামাল, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের মোহাম্মদ আইনুল হক, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের মোসাম্মৎ কোহিনুর পারভীন, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের তারানা আহমেদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের রুমানা মমতাজ, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের মোঃ কামরুজ্জামান, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের নুসরাত জাহান, অ্যাকোয়াকালচার বিভাগের হজরত আলী, মৎস্য ব্যবস্থাপনা বিভাগের মোঃ কবির হোসেন, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের সামিয়া আফরোজ, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের ফাতেহা আক্তার ইমা, কৃষিতত্ত্ব বিভাগের সুজন মাহমুদ, উদ্যানতত্ত্ব বিভাগের ইশাথ তাহমিনা, কীটতত্ত্ব বিভাগের হাসান মোহাম্মদ তারিক, কীটতত্ত্ব বিভাগের কে.এম. বদরুল হক, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিষ্ণু পদ রায়, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের মোঃ হাদিউজ্জামান, অ্যাকোয়াকালচার বিভাগের কে. এম. আব্দুল হালিম।
পিডিএস/এমএইউ