রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০২৫

রাণীনগরে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ।

নওগাঁর রাণীনগরে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সিম্বা স্ট্যান্ডে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় শতাধীক নবজাতক শিশু ও বিভিন্ন বয়সিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে চিকিৎসা সেবা শুরু করা হয়। এ সময় ক্যাম্পে নবজাতক শিশু, ডাক্তার পরামর্শ, ডায়াবেটিকস নির্ণয়, ব্লাড গ্রুপ নির্ণয় এবং ব্লাড প্রেশার নির্ণয় করা হয়।

ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা প্রদান করেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রায়হানুল ইসলাম। অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন মাহবুবে শহিদ (সবুজ)। এ সময় ফাউন্ডেশনের সদস্য সামিউল বারী, রবিউল ইসলাম রবিন, মশিউর রহমান, রনি হালদার, রাশেকুল ইসলাম, মোদাসসির হোসেন, ও একে এম রেদয়ান হোসেন এবং স্থানীয়দের মধ্যে গ্রাম্য চিকিৎসক জামিল ইসলাম, ফায়জুল্লা খাঁন উজ্জল ও নাজমুল হক স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাণীনগর,ফ্রি মেডিকেল ক্যাম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close