দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০২৫

দুমকিতে গভীর রাতে গোয়াল ঘরে আগুন, পুড়ল ৪ গরু

প্রতীকী ছবি

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গভীর রাতে শামিম মৃধার গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৬জানুয়ারী) রাত আনুমানিক ২টার দিকে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে দেখা যায়, শামিম মৃধার সেমি-পাকা গোয়াল ঘরের টিনের চালাসহ চার পাশের বেড়া, কাঠের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং ভিতরে ৪টি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ২টি গাভীন ও ২টি বড় গরু ছিল। অপর পাশে আরো ৩টি বাছুর পোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আঃ ছালাম সিকদার বলেন, ডাক-চিৎকারের শব্দ পেয়ে রাত ২টার দিকে এলাকার লোকজন ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি । কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। গোয়াল ঘর থেকে ৩টি বাছুর বের করি এবং ৪টি গরু জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায়।

শামিম মৃধা বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারিনা। গরুর ডাক চিৎকার শুনে বড় ভাই হানিফ মৃধাকে ডেকে উঠাই এবং বাহিরে এসে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে।

৭টি গরুর মধ্যে ৪টি বড় গরু মারা গেছে। অপর ৩টি বাছুর‌ও পুড়ে গুরতর আহত হয়েছে। এই মুহূর্তে বলতে পারছি না কিভাবে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে আমি সর্বশান্ত হয়ে গেছি। গরু ও ঘরসহ প্রায় ৬লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দুমকি থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সজীব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং প্রাথমিক তদন্তের কাজ শেষ করেছি। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুমকি,পটুয়াখালী,গোয়াল ঘর,গরু,আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close