চব্বিশের বীর শহিদ আবু সাঈদের বাবা গুরুতর অসুস্থ
শারীরিকভাবে অসুস্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে আনা হয়েছে।
এর আগে তাকে রংপুর রংপুর সিএমএইচে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে আনা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৭ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। পরবর্তীতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা তিনটার দিকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্সযোগে তাকে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য মঙ্গলবার দিবাগত রাতে আর্মি হেলিকপ্টারযোগে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।
পিডিএস/এমএইউ