reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০২৪

নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে তেজগাঁওয়ে ট্রাকচালকদের বিক্ষোভ-অবরোধ

সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তায় অবরোধ করে বিক্ষোভ করেছেন চালক-শ্রমিকরা। বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

আন্দোলনরত ট্রাকচালক বিল্লাল হোসেন বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় বিকেল সাড়ে ৫টার দিকে আমাদের নেতাকে গ্রেপ্তার করা হয়। আমাদের দাবি, অবিলম্বে তাকে ছেড়ে দিতে হবে। এই দাবিতে সন্ধ্যা ৭টার দিকে সড়ক অবরোধ করা হয়। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালিয়ে যান চালকরা।

তার দাবি, সংগঠনের অন্তত তিনবার নির্বাচিত সভাপতি তালুকদার মো. মনির মূলত বিএনপিপন্থী। তবে আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এ কারণে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে।

সভাপতিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি আরও কয়েকটি দাবি জানিয়েছেন তারা। এরমধ্যে অন্যতম হলো- সড়কে ট্রাক চালানোর সময় মামলার নামে তাদের অযথা হয়রানি করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।

এদিকে সড়ক অবরোধের ফলে সাতরাস্তা মোড় থেকে প্রতিটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে মগবাজার-মহাখালী সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। পরে পুলিশের পক্ষ থেকে সভাপতিকে ছেড়ে দেওয়ার আশ্বাস পেয়ে রাত সোয়া ৮টার দিকে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, পল্টন থানার মামলায় ড্রাইভার্স ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে চালক-শ্রমিক ও আওয়ামী লীগের দোসররা সাতরাস্তায় সড়ক অবরোধ করে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাকচালকদের বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close