সিলেট প্রতিনিধি
১০ ডিসেম্বর, ২০২৪
সিলেটে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হারালেন যুবক
![](/assets/news_photos/2024/12/10/image-489331.jpg)
ছবি : প্রতিদিনের সংবাদ।
সিলেটে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে শহিদুল ইসলাম নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। পরে তাকে ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলামের বাড়ি কক্সবাজার সদর উপজেলায়।
সিলেট রেলস্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে একটি ট্রেন সিলেট রেলস্টেশনে অবস্থান করছিল। পরে গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেওয়ার পর চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে শহিদুল ইসলামের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগ বিভাগে তাকে ভর্তি করানো হয়। বর্তমানে ওই ব্যক্তির চিকিৎসা চলছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন