চুয়াডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফেলে যাওয়া পোটলা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদকর্মীদের কাছে এক ই-মেইলে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের খবর পায় বিজিবি। পরে বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমানসহ একদল বিজিবি নাস্তিপুর আমবাগানে অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে অতিক্রম করার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টেরে পেয়ে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটে স্কচটেপ মোড়ানো ২টি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়।
হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান দর্শনা থানায় একটি মামলা করে জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করেছেন বলে তিনি জানান।