মানিকগঞ্জ প্রতিনিধি
নাশকতা মামলা
মানিকগঞ্জে আ.লীগ নেতা সুভাষ গ্রেপ্তার
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ (নাশকতা) মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নগরভবন এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্র্রেপ্তার করে। সুভাষ সরকার মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী সদস্য।
পুলিশ জানায়, চলতি বছরের ৪ আগস্ট সকালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন সদর থানায় একটি নাশকতার মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিম মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, গ্র্রেপ্তার সুভাষ চন্দ্র সরকারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।