আব্দুর রউফ, ধামরাই (ঢাকা)

  ১০ ডিসেম্বর, ২০২৪

ধামরাইয়ের ভাড়ারিয়া

তিন চালকলের ছাই-ধুলা শ্রেণিকক্ষে প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থী-এলাবাসী

ঢাকার ধামরাইয়ে আলহাজ্ব জামাল উদ্দিন আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে গতকাল শিক্ষার্থীরা ও এলাকাবাসি মানববন্ধন। ছবি প্রতিদিনের সংবাদ

ঢাকার ধামরাইয়ে অবস্থিত তিনটি স্বয়ংক্রীয় চালকলের কালো ধোঁয়া, ছাই, ধুলা যাচ্ছে আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে। একই ভোগান্তির শিকার হচ্ছে পার্শ্ববর্তী আবাসিক এলাকা। বারবার বলা পরও কার্যকর পদক্ষেপ নেয়নি মালিক পক্ষ। এর প্রতিবাদে চারকলগুলো স্থানান্তর, নয়তো বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় ওই বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা ও ধামরাই-কালিয়াকৈর মহাসড়কের পাশে এলাকাবাসি মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটা স্বারকলিপি দিয়েছেন তারা।


চালকলের ধোয়া ও ছাইয়ে ক্লাশ করতে পারছে না শিক্ষার্থীরা, হচ্ছে শ্বাস কষ্টসহ নানা রোগে

ছাই ও বর্জ্য পদার্থে আশাপাশের কৃষি জমি এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্বারকলিপি দান, ব্যবস্থা গ্রহণের আশ্বাস


চালকলগুলো মধ্যে আছে সামা অটো রাইচমিল, আরিয়ান ইন্টারন্যাশনাল অটো রাইচমিল ও সাহেব আলী অটো রাইচমিল। তাদের দুষণের প্রতিবাদে মানববন্ধনের সভাপতিত্ব করেন উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. সুলতান আহমেদ।

এতে বক্তব্য দেন আলহাজ¦ জামাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল হোসেন ও শিক্ষার্থীরা। তারা অটো রাইচ মিলের কালো ধোয়া, ছাই ও নির্গত বর্জ্যপদার্থে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়, কৃষি জমি এবং পরিবেশ সংরক্ষণের দাবি জানান। সেই সঙ্গে দ্রুত চালকলগুলো স্থানান্তর, অন্যথায় বন্ধের দাবিতে বক্তব্য দেন।

বিদ্যালয় সংশ্লিষ্টরা বলেন, বিদ্যালয়ের কাছেই তিনটি রাইচ মিলের কালো ধোয়া ও ছাইয়ের কারণে ক্লাশ করতে পারছে না শিক্ষার্থীরা। তারা শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়, যা একদিনের বেশি পড়া যায় না। চালকলের উড়ন্ত ছাই-ধুলার কারণে দুপুরে স্কুলে বসে খাবার (টিফিন) খেতে পারে না শিক্ষার্থী।

বিদ্যালয়ের অভিভাবকেরা আরও বলেন, অটো রাইচ মিলের কালো ধোয়া, ছাই ও নির্গত বর্জ্য পদার্থে বিদ্যালয় ছাড়াও আশাপাশের কৃষি জমি এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সংরক্ষণের মিলগুলি অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

জানতে চাইলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, ‘আলহাজ্ব জামাল উদ্দিন অদর্শ উচ্চবিদ্যালয়ে অটো রাইচ মিলের কালো ধোয়া ও ছাইয়ে স্কুলের শিক্ষার্থীরা ক্লাশ করতে পারছে না বলে আমার কাছে একটা স্বারকলিপি দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোন সমস্যা না হয়।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close