ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৪

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাথে ব্যারিস্টার সালামের মত বিনিময় 

ছবি : প্রতিদিনের সংবাদ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্ঠা ব্যারিস্টার এম এ সালাম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে ও দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন, সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, মকসুদ আহমদ চৌধুরী, আক্তার হোসেন উস্তার, প্রবাসী বিএনপি নেতা জাকারিয়া আরেফিন ফয়সল, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, শেখরুল ইসলাম, খালেদুজ্জামান খালেদ, ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, সনজিদ আলী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাসেল, তারেক আহমদ খান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আক্তার হোসেন ময়না ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজাহান প্রমুখ।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এসএম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমীন, শহীদ আহমদ চৌধুরী জুলহান, আরকে দাস চয়ন, আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, জাহিদুর রহমান রিপন ও ছামি হায়দার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,ব্যারিস্টার এম এ সালাম,ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব,মতবিনিময়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close