টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৪

টঙ্গীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত 

ছবি : প্রতিদিনের সংবাদ।

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী সরকারি কলেজর প্রধান ফটক সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মীরন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রতয় ব্যাপারি, সদস্য সচিব আরিফিন সিদ্দিকি বুলবুল, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব মামুন হোসেন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান তামজিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এইচ আরিফ, ছাত্র নেতা মেহেদী হাসান রোমন, আরিফ হোসেন, ফরহাদ হোসেন, রকি, সেলিম মিয়া, সিজানা, আদনান আল জারিফ, সিব্বির, সাগর আহাম্মেদ, নাহিদ হোসেন, মিনহাজ, আব্দুল রাজ্জাক, কারিমুল্লাহ, তুশার, রাইয়ান, মো.হিমেল, আলাউদ্দিন, নাফিও, বান্না প্রমুখ।

আয়োজিত মানববন্ধনে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মীরন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সারাদেশে গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বারবার মানবাধিকার লংঘন করা হয়েছে যার বিচার পাইনি সাধারণ ভুক্তভোগীরা।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম, খুন করা হয়েছে। অচিরেই এসব গুম খুনের বিচার ও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার দাবী জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,মানবাধিকার দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close