বরিশাল প্রতিনিধি
১০ ডিসেম্বর, ২০২৪
বরিশাল এয়ারপোর্ট থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত
৫ আগস্টের পরে এই প্রথম বরিশাল এয়ারপোর্ট থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডসিম্বের) সকাল সারে ১০ টায় থানার মাঠে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ ওপেন ডে হাউজ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মশিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ) প্রণয় রায়।
এছাড়াও রায়পাশা-কড়ুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা,দক্ষিণের কাজ পত্রিকার সিনিয়র রিপোর্টার একরামুল কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা এলাকার মাদক, ইভটিজিং, রাজনৈতিক মিথ্যা মামলার বিষয়ে নানান অভিযোগ ও অনুযোগ করেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন