ইবি প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৪

গুমের শিকার হওয়া নেতাকর্মী ও নাগরিকদের সন্ধান চায় ইবি ছাত্রদল

ছবি : প্রতিদিনের সংবাদ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকদের সন্ধান দাবীতে এবং স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, নুরুরদ্দিন, রাফিজ সহ শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

মানববন্ধনে নেতাকর্মীদের হাতে আবার মাটি আমার মা, আয়নাঘর হবে না; মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিচার চাই; গণহত্যাকারী হাসিনার ফাঁসি চাই; গুমের শিকার সকালের সন্ধান চাই; ইলিয়াস আলীকে ফেরত চাই; চৌধুরী আলম কে ফেরত চাই ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট বলেন, গত ১৭ বছরে আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছে। তারা শুধু হত্যাকাণ্ডের মধ্যেই থেমে থাকেনি, গনহত্যা চালিয়েছে। পাশাপাশি যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিয়ন্ত্রণে নিতে না পারলে তখন তারা সর্বশেষ পন্থায় হিসেবে গুম কে বেছে নিয়েছে। এই গুমের মাধ্যমে পুরো বাংলাদেশকে গুমের রাজ্যে পরিণত করেছে এই ফ্যাসিস্ট সরকার। এই গুমের শিকার হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীও। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে অতি দ্রুত পতিত শেখ হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে দিন। আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার দেখতে চাই। আমরা শত শত ভাই বোনদের আহাজারি সহ্য করতে পারছি না।

শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, খুনি হাসিনা ২৬৯৯ জন কে বিনা বিচারে হত্যা করেছে, ১৬৭৭ জন বিএনপিরসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা কারাগারে মৃত্যুবরণ করেছে, ৬৭৭ জন গুমের শিকার হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এখনো গুম রয়েছে। সিলেটের এম ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলম, সুমন, সুজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। আজকে মানবাধিকার দিবসে বর্তমান সরকারের কাছে আমরা খুনি হাসিনার বিচার চাই।

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ছি, জাতীয়তাবাদী ছাত্রদল লড়ছে। দেশের কল্যাণে, দলের কল্যাণে, জনগণের কল্যাণে আমাদের জীবন দিতে আমরা একটি পা ও পিছুপা হবো না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,মানববন্ধন,ছাত্রদল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close