বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে 'ময়মনসিংহ মুক্ত দিবস' উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'ময়মনসিংহ মুক্ত দিবস' উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
ওই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বাকৃবি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।
এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকেই বীর বাঙালি অস্ত্র ধরে নয় মাস যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল। চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে আজকের এই দিনে ময়মনসিংহ পাক হানাদার মুক্ত হয়েছিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণও সরাসরি এই আত্নত্যাগে অংশ নিয়েছিল। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাসহ দেশের আপামর জনতা যারা মুক্তিযোদ্ধাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছিল তাঁদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি'।