চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চৌহালীতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সিরাজগঞ্জের চৌহালীতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও পাবনার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা দুর্নীতি কমিশন প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌহালী জনতা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ১৫০ শিক্ষার্থীদের মাঝে খাতা, ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, ছাতা, স্কেল, পাটস, মামপটসহ ১০ প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সাহাব উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ মাস্টারের পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত মেহেদী সেতু ৷ আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মো. হেকমত আলী, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, দুর্নীত দমন প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য সাংবাদিক রোকনুজ্জামান রুকু, চৌহালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল-ইমরান মনু, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেন প্রমুখ।
পিডিএস/এমএইউ