বোয়ালখালী প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৪

বোয়ালখালীতে ভূমি ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ছবি : সংগৃহীত

বোয়ালখালীতে উপজেলা ভূমি অফিসের ভবন থেকে পড়ে আবুল কালাম (৫০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ভবনের ২য় তলায় বর্ধিত বারান্দার ছাদে টিন লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে আবুল কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো.আলী মিয়া লাকু।

নিহত আবুল কালাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকার বাসিন্দা। তিনি পৌর সদরের খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোয়ালখালী,চট্টগ্রাম,আবুল কালাম,ওয়েল্ডিং মিস্ত্রি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close