হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাটে ইউএনওর বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ এর বদলী প্রত্যাহার করে পুনঃ বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন।
উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বন্ধ ছিল উপজেলা সদরের দোকানপাট ও ঢাকাগামী সকল বাসচলাচল। এতে সাধারণ মানুষদের কিছুটা ভোগান্তী বাড়লেও আন্দোলনকারীরা তাদের জানাচ্ছেন হালুয়াঘাট সংস্কারে সকলের সহযোগিতা চাই। সাময়িক অসুবিদার জন্য তারা দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য গত ৫ ডিসেম্বর বদলীর এক প্রঙ্গাপনের মাধ্যমে তাকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলী করা হয়। পরে শনিবার সন্ধায় প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে ছাত্র জনতা ও সাধারণ মানুষ মর্মাহত হয়ে পোস্ট করতে থাকেন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। এর আগে তিনি ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। হালুয়াঘাট উপজেলা দায়িত্ব নেওয়ার পর থেকে তার কিছু কাজ হালুয়াঘাটে দৃশ্যমান হয় যার ফলে এলাকায় তার সুনাম বাড়তে থাকে। হঠাৎ গতকাল তার বদলীর আদেশ আসার পর থেকে এলাকার সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেন।
মানবববন্ধনে বক্তব্য রাখেন বৈষ্যম্যবিরোধী ছাত্রআন্দোলনের জুলকার নাঈন, ইব্রাহিম, তোফায়েল আলম, শরিফুল ইসলাম, রিদওয়ান সিদ্দিকী, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের হালুয়াঘাট সংস্কারের জন্য ইউএনও মহোদয় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছেন। হঠাৎ ওনার বদলীর আদেশ আমাদের মর্মাহত করেছে। ওনার মতো মানুষের হালুয়াঘাট সংস্কারের অতিব প্রয়োজন। যদি ওনার বদলীর আদেশ বাতিল পূর্বক পুনঃবহাল না করা হয় তাহলে আমাদের এই কর্মসূচী আরো চলবেই।