মাগুরা প্রতিনিধি
নিতাই রায় চৌধুরী
পতিত আ.লীগ দেশে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির পাঁয়তারা করছে
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পালিয়েছে। আওয়ামী লীগের যে যেমন পেরেছে বিগত ১৬ বছর লুটপাট, দুর্নীতি, গুম, খুন বিদেশে টাকার মহোৎসব করেছে। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে এখন দেশে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির পাঁয়তারা করছে।
শুক্রবার (০৭ ডিসেম্বর) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আয়োজনে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,
তিনি আরো বলেন, এদেশের হিন্দু মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ আগেও শান্তিতে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও মিলেমিশে শান্তিতে থাকবে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। এ দেশের মানুষ সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত আছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট খান রোকনুজ্জামান ও এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বারিক মোল্যা, মহম্মদপুর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশকে ঘিরে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
পিডিএস/এমএইউ