ইকবাল কবির লেমন, সোনাতলা (বগুড়া)

  ০৭ ডিসেম্বর, ২০২৪

বাঙালি নদীর তীরে নান্দনিক জামে মসজিদ

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়া জেলার সোনাতলা উপজেলার মধ্য দিয়ে এঁকে-বেঁকে নিজ গন্তব্যে এগিয়ে চলেছে চমৎকার নদী বাঙালি। নদীটি গাইবান্ধার সাঘাটা হতে সোনাতলায় প্রবেশ করে উপজেলাটির সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নের এক বিশেষ স্থান আড়িায়ারঘাট সেতুতে এক মোহনীয় দৃশ্যের অবতারণা করেছে সর্পিল নদীটি। মোহনীয় সেই দৃশ্যকে অনেকটাই অপার্থিব করে তুলেছে আড়িয়ারঘাট বাঙালি সেতুর পূর্ব পার্শ্বে সেতু ও নদী সংলগ্ন মধুপুর বাজার জামে মসজিদ।

সেতুর পাশে, বাঙালি নদীতীরে সোনালী ফসলের মাঝে এই মসজিদটি পুরো সোনাতলার সৌন্দর্যকেই বাড়িয়ে তুলেছে। বাংলার নদী, ইসলামী অনুশাসনে বিশ্বাসী মানুষের ধর্মচর্চা, কৃষকদের সরল বিচরণ ও সৌন্দর্যপিপাসু হাজারো মানুষের সৌন্দর্য দর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মসজিদ ও মসজিদ সংলগ্ন এলাকা। আড়িয়ারঘাটে নতুন রূপে বাঙালি সেতু নির্মাণের কারণে মসজিদটি ভাঙা পড়লেও ২০২৪ সালে নতুন, দৃষ্টিনন্দন এ মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। ইউইএ এইড এর আর্থিক সহায়তায়, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের বাস্তবায়নে এ মসজিদটির সার্বিক কাজ বাস্তবায়ন হয়।

বাঙালি তীরে মোহনীয় এ মসজিদটির বাস্তবায়ন কাজের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত সাংবাদিক আব্দুল ওয়াদুদ জানান, ‘বাঙালি তীরের এ মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ। নতুনরূপে বাঙালি সেতু নির্মাণ কাজের জন্য আগের মসজিদটি ভেঙে ফেলা হয়। এরপর ইউইএ এইড এর আর্থিক সহায়তায়,শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের বাস্তবায়নে নান্দনিক এ মসজিদটি নির্মিত হয়। নদীতীরের কাছাকাছি বাজার থাকায় ওই বাজারের নাম অনুসারে মসজিদটির নাম রাখা হয়েছে মধুপুর বাজার জামে মসজিদ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাঙালি নদী,নান্দনিক মসজিদ,সোনাতলা,মধুপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close