সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২৪

সিংগাইরে টমেটো ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার 

ফাইল ছবি।

মানিকগঞ্জের সিংগাইরে টমেটো ক্ষেতে মিলল অটোচালকের মৃতদেহ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গলাকাটা ব্রীজের উত্তর পাশে জনৈক মানিকের টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ।

মৃতদেহের আনুমানিক বয়স ৪৮ বছর। তার পড়ণে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। সুরতহাল রিপোর্টকালে মৃতদেহের কোমর থেকে অটো বাইকের চাবি, শার্টের পকেট থেকে বাটন মোবাইল ও একটি টর্চ লাইটসহ কিছু টাকা উদ্ধার করেছেন পুলিশ।

স্থানীয় বাসিন্দারা লাশ হওয়া অজ্ঞাত ব্যক্তিকে বিভিন্ন সময়ে রাস্তায় অটোবাইক চালাতে দেখেছেন বলে জানিয়েছেন। তাদের ধারণা, গুপ্ত ঘাতকেরা চালককে হত্যা করে তার অটো বাইকটি ছিনিয়ে নিয়ে গেছে। তবে মৃতদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহালকারী তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এস আই মাসুদুর রহমান জানিয়েছেন।

সিংগাইর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোশারফ হোসেন বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য এখনো কিছুই বুঝতে পারছি না ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,টমেটো ক্ষেতে,মৃতদেহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close