নগরকান্দা প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২৪

নগরকান্দায় সামাজিক অস্থিরতা ফেরাতে মহানাম সংকীর্ত্তন

ছবি : প্রতিদিনের সংবাদ

সামাজিক অস্থিরতা ও বিশ্ব শান্তি কামনায় ফরিদপুরে চলছে চার দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

খোল করতাল আর বাঁশির সুরের মধ্যে দিয়ে চলছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন। একে অপরের সঙ্গে জড়িয়ে ধরে মাটিতে দিচ্ছে গড়াগড়ি আর দেশের সামাজিক অস্থিরতা ও সকলের জন্য শান্তি কামনায় প্রথনা করছেন এ হিন্দু সম্প্রদায়ের ভক্তরা।

নগরকান্দা উপজেলার মেঘার কান্দী সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে চারদিন ব্যাপী গীতা পাঠ ও মহানাম সংকীর্ত্তন শুরু হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবছরের মতো এবারও মহানাম সংকীর্তনে অংশ নিয়েছেন সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ মাদারীপুর ও গোপালগঞ্জ মহানাম সম্প্রদায়ের দল।এ নাম সংকীর্ত্তনে পাঁচ হাজার ভক্ত সমাগম হবে জানান মন্দির কমিটির সভাপতি সুকুমার বিশ্বাস।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নগরকান্দা,মহানাম সংকীর্তন,হিন্দু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close