সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জে সয়দাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-১২’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গোলচত্বরে মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস থামানোর চেষ্টাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি কৌশলে চেকপোস্ট পার হয়ে যাওয়ার চেষ্টা করে । এসময় সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় গাড়িটি আটক করা হয়।
আটকৃতরা হলো পঞ্চগর জেলার বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ জহির থান (৩৯), ফরিদপুর জেলার বিজিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সি ছেলে চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মোঃ কামরুজ্জামান (৪৪), রাজবাড়ি জেলার কাটাখালি বটতলা গ্রামের মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), কুড়িগ্রাম জেলার ধনঞ্জয় গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার উত্তর দেউলি গ্রামের শহিদুল উসলামের ছেলে মোঃ রাজু (৩১), গোপালগঞ্জ জেলার নুকুরিরচর গ্রামের মৃত আলতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২) ।
র্যাব সূত্রে জানাযায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হওয়া সত্বেও তারা ঢাকার আশেপাশে স্থানে বসবাস করে এবং ডাকাতি করার সময় তারা সকলে একত্রিত হয়ে ডাকাতির কার্যকলাপে অংশ নেয়।
দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার র্যাব-১২ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। গ্রেপ্তারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পিডিএস/এমএইউ