গাজীপুর প্রতিনিধি
বশেমুরকৃবিতে মৃত্তিকা সামিট অনুষ্ঠিত
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ‘মৃত্তিকা সামিট ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মাটির স্বাস্থ্য, টেকসই চাষাবাদ এবং জলবায়ু অভিযোজন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ‘মৃত্তিকা সামিট ২০২৪’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
সামিটে মাটির উৎপাদনশীলতা এবং সংরক্ষণ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. জহির উদ্দিন, মাটি কীভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা নিয়ে বশেমুরকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, কীভাবে জলবায়ু পরিবর্তন মাটির স্বাস্থ্যকে প্রভাবিত করে এ নিয়ে বশেমুরকৃবি’র ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টের পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং মাটির জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে বশেমুরকৃবি’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বক্তব্য রাখেন।
বশেমুরকৃবি আইটি সোসাইটি এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগ যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করে। এতে জুম, ইউটিউব এবং ফেসবুক লাইভ প্ল্যাটফর্মে প্রায় ৪০০ অংশগ্রহণকারী যুক্ত হন।