রংপুর ব্যুরো
রংপুরে বিএনপি নেতা বাবলুর স্মরণসভা
রংপুর মহানগর বিএনপির সিনিয়র সদস্য মরহুম রুহুল আমিন বাবলুর স্মরণ সভা ও রংপুরের বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
এ সময় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, সদস্য সুলতান আলম বুলবুল, আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, আব্দুস সালাম, শাহিনুর ইসলাম শাহিন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আনসার আলী, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক নূর মোহাম্মদ মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নূর হাসান সুমন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, জাসাস মহানগর কমিটির আহবায়ক আমিনুল ইসলাম হারুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক জামাল উদ্দিন ফয়জী।
স্বরণ সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য রহিম উদ্দিন ভরসা, মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা সুলতান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বদরুল ইসলাম চুন্নু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, আশিকুল ইসলাম সোনা, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মাবুদ, বিএনপি নেতা মাহমুদুল জালাল দুলু, আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু,জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী তারেক, সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজার রহমান বিপু, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান বাবু, মহানগর ওলামা দলের সাবেক আহবায়ক মাও. আফজালুর রহমান নোমান, সাবেক আহবায়ক ও জেলার সদস্য সচিব মাও. নুরুল আবছার দুলাল, জেলা শ্রমিক দল নেতা মোখলেছুর রহমানসহ রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের মরহুম সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।