সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে নিম্নমানের খাবার বিক্রির দায়ে জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিম্নমানের খাবার বিক্রি'র অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পাঙ্গাসী বাজারে এ অভিযান পরিচালনা করেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও নিম্নমানের খাবার বিক্রি করায় হোটেল আপ্যায়ন ও মুসলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, বিএডিসি সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আনন্দ চন্দ্র বর্মণ, থানা পুলিশসহ অনেক।
পিডিএস/এমএইউ