ফেনী প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০২৪

ফেনীর সাংবাদিক মাইন উদ্দিন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

ছবি : প্রতিদিনের সংবাদ

দৈনিক সংবাদ এর সাবেক ফেনী জেলা প্রতিনিধি মাইন উদ্দিন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। জনপ্রিয় এই সাংবাদিক ২০১৭ সালের ৪ নভেম্বর ইন্তেকাল করেন।

১৯৫২ সালের ১৫ ডিসেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ বারাহি গোবিন্দ গ্ৰামের মাওলানা আবদুল করীম বক্তার সাহেবের বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মরহুম মৌলভি মফজলের রহমান ও মরহুমা আম্বিয়া খাতুনের সন্তান এই সাংবাদিক প্রায় ৪০ বছর ধরে জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায়।

মাইন উদ্দিন আহমেদ দৈনিক সংবাদ ছাড়াও কাজ করেছেন অধুনালুপ্ত সরকারি ‘দৈনিক বাংলা’য়। এছাড়া বিভিন্ন সময়ে ফেনী থেকে প্রকাশিত রৌশনাবাদ, স্বদেশ কন্ঠ, জাতীয় বার্তাসহ অসংখ্য পত্রিকায় কাজ করেছেন।

মাইন উদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে গিয়ে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সনদ সংরক্ষিত না থাকায় পরবর্তীতে হতে পারেন নি সরকারি তালিকাভুক্ত বা গেজেটভুক্ত।

প্রয়াত মাইন উদ্দিন আহমেদের বড় ছেলে আহমেদ রেজওয়ান জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ এর ফেনী জেলা প্রতিনিধি, দ্বিতীয় ছেলে আহমেদ ইশতিয়াক ব্যাংকার ও মেয়ে সুমাইয়া শারমিন ফেনী সরকারী কলেজে অধ্যয়নরত। মরহুম মাইন উদ্দিন আহমেদের স্ত্রী কোহিনুর আক্তার তার রুহের মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, সহকর্মীসহ সবার নিকট দোয়া চেয়েছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাংবাদিক,ফেনী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close