সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
মানিকগঞ্জের সিংগাইরে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিআরডিপি হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) মো.মোশারফ হোসেন, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো.নুরুউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো.,রেজাউল করিম ও বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুস সামাদ, সাবেক পৌর কাউন্সিলর মো.আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা:মো.হাফিজুল ইসলাম, সমাজ সেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম, সিংগাইর প্রেসক্লাব সদস্য সচিব ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো.,সোহরাব হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা:মো.সাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান শিশির, সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আরিফুর রহমান, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ সভার সকল সিদ্ধান্ত উপস্থাপনের মাধ্যমে সমাপ্তি হয়।