বাকৃবি প্রতিনিধি
বাকৃবি ও জার্মানির 'ডাড' এর যৌথ আয়োজনে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে বাকৃবি ও দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড)।
রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সকাল ১১ টায় ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাকৃবির স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিসহ শতাধিক শিক্ষার্থী ওই সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির অ্যাডিশনাল রেজিস্ট্রার নাজমুল হাসান স্বপন ও বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এছাড়া ডাড থেকে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সুমন।
সেমিনার থেকে জানা যায়, জার্মানিতে চারশ'র বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজারের অধিক বিষয়ে স্কলারশিপের সুযোগ প্রদান করা হয়।
এসময় নাজমুল হাসান স্বপন বলেন, জার্মানিতে খরচ এতো বেশি না। বাকৃবির শিক্ষার্থীরা যারা জার্মানিতে পড়তে গিয়েছে তারা সকলেই খুবই সম্মানের সাথে ডিগ্রী কমপি¬ট করে দেশে কিংবা অন্যান্য দেশে কাজ করে যাচ্ছে। জার্মানির ভাষা শিক্ষার জন্য সরকার থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়। এক ভিসাতেই প্রায় ৩২টি দেশে ভ্রমণ করা যায়। এগ্রিকালচার সম্পর্কিত কোন বিষয়ে পড়তে কোন টিউশন ফি লাগে না।
পিডিএস/এমএইউ