কুবি প্রতিনিধি
কুবির নজরুল হলের নতুন প্রভোস্ট মোঃ হারুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুন।
রবিবার (১লা ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসাইন পদত্যাগ করায় তার পরিবর্তে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুন কে কাজী নজরুল হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মোঃ হারুন বলেন, 'প্রাধ্যক্ষ হিসেবে আমি শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ ও সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে চেষ্টা করব। শিক্ষার্থীদের খাবার ও আবাসনের মান বৃদ্ধিকে অগ্রাধিকার দিব এবং হলের বিদ্যমান সমস্যাসমূহ ছাত্রদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করব।'
উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসাইনকে দুই বছরের জন্য কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পিডিএস/এমএইউ