চট্টগ্রাম ব্যুরো

  ৩০ নভেম্বর, ২০২৪

পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের জার্নালিজম ফেস্ট

ছবি: প্রতিদিনের সংবাদ।

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ২৭ তম ব্যাচের উদ্যোগে স্কুল অল্টারনেটিভের সৌজন্যে পঞ্চমবারের মতো জার্নালিজম ফেস্ট আয়োজিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ইডেন প্যালেস কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এবারের ফেস্ট। এতে বিভাগের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও বিভাগের বর্তমান-প্রাক্তন শিক্ষকসহ পেশাগত নানা শ্রেণির অতিথিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকতা ও গণমাধ্যম শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের প্রতি তাদের আগ্রহ জাগ্রত করার লক্ষ্যে এই উৎসব আয়োজন করা হয়। বেলা ১১ টায় উৎসবের উদ্বোধন করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ার।

উদ্বোধনী বক্তব্যে পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ার বলেন, ‘গণমাধ্যম বর্তমান সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের উৎসব শিক্ষার্থীদের গণমাধ্যম সম্পর্কে আরও গভীর ধারণা এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।’

সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত ক্যারিয়ার টক সেশনে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, জনসংযোগ কর্মকর্তা ও আয়োজনের পৃষ্ঠপোষকরা। দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও র‍্যাফেল ড্র’র আয়োজন করা হয়।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল দাশ বলেন, ‘জার্নালিজম ফেস্ট আমাদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় করবে আশা করছি।’

দৈনিক সমকালের আঞ্চলিক সম্পাদক ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার সুমন বলেন, ‘একসঙ্গে কাজ করে আমরা সাংবাদিকতার নতুন উচ্চতায় পৌঁছাতে পারি। সমস্যাগুলো তুলে ধরতে, সমাধানের পথ খুঁজতে এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করতে আমরা কাজ করবো৷’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা ও প্রটোকল অফিসার আজিজ আহমেদ বলেন, ‘জার্নালিজম ফেস্ট শুধু একটি ইভেন্ট নয়, এটি সাংবাদিকতা, যোগাযোগ এবং জনসংযোগের মধ্যে সেতুবন্ধন গড়ার একটি প্ল্যাটফর্ম।’

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশনের (ইপসা) সহকারী পরিচালক এবং ফোকাল পারসন—অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহীন বলেন, ‘জার্নালিজম ফেস্ট এর মতো আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ে৷ নিঃসন্দেহে দারুণ একটি উদ্যোগ এটি। একসঙ্গে কাজ করে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।’

এ সময় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিব-উল ওয়াদুদ আলম, সহকারী প্রক্টর ও প্রভাষক তাসলিমা আক্তার ইরিন,বিভাগের প্রাক্তন শিক্ষকও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক টিপু সুলতান। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির লেকচারার ও চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমি, সহকারী প্রক্টর ও প্রভাষক সারোয়ার কামাল, স্কুল অল্টারনেটিভের চিফ মার্কেটিং অফিসার সায়েদ মুরাদ, সমগ্র বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহিদুল ইসলাম নকিব, আর্টের চেয়ারম্যান মামুন চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর্টস এসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব,আরডিএম গ্রুপের চেয়ারম্যান রাকিবুল আলম চৌধুরী, এসপাইরিং বাংলাশের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সাদাত রহমান চৌধুরী, ডেলটা ইমিগ্রেশন এর সিইও মোহাম্মদ আলমগীর প্রমুখ।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল স্কুল অলটারনেটিভ ও সমগ্র বাংলাদেশ। এ সময় স্কুল অল্টারনেটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলাম বরাত বিদেশে উচ্চশিক্ষায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান শিক্ষার্থীদের জন্য শতভাগ কনসালটেন্সি ফি ফ্রি করার ঘোষণা দেন।

এছাড়াও ফ্যাশন ব্র‍্যান্ড আর্ট, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) এসপাইরিং বাংলাদেশ, ডেলটা ইমিগ্রেশন, তুবা ইন্টারন্যাশনাল ট্রেড এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক ছিল। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিসিআইইউ,জার্নালিজম ফেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close