সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সিরাজগঞ্জের এনায়েতপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের (বিকেএ) আয়োজনে এলাকার ৮টি শিশুতোষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন। এসময় সংগঠনের এনায়েতপুর থানা সভাপতি এম. ওয়াহিদুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, লুকমিহান সরকার, কেন্দ্র সচিব আবু তালহা, সহকারী অধ্যাপক বাবু নীলমনি পাল, শিক্ষক আয়নুল হক, সমাজকর্মী মামুন বিশ্বাস, অভিভাবক সাইদুল ইসলাম রাজ প্রমুখ।

এবিষয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের (বিকেএ) সিরাজগঞ্জ জেলার যুগ্ম-আহ্বায়ক ও এনায়েতপুর থানা শাখার সভাপতি এম. ওয়াহিদুজ্জামান বলেন, সরকারি পর্যায়ে প্রাথমিক বৃত্তি বন্ধ হওয়ায় শিশু শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন প্রায় হারিয়ে যেতে বসেছে। মূলত মেধার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যেই এই আয়োজন। মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারায় তারা উচ্ছ্বসিত। অভিভাবকরাও এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,মেধাবৃত্তি,পরীক্ষা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close